নিজস্ব সংবাদদাতা : প্যারিসি অলিম্পিকে ভারতের এমন অনেক অ্যাথলিট রয়েছেন, যাঁরা প্রথম বার নামবেন অলিম্পিকের মঞ্চে। কিন্তু অনেক আগেই পরিচিতি গড়ে তুলেছেন জাতীয় ও আন্তর্জাতিক স্তরে। যদিও শুধু তাই নয়, এর মধ্যে অনেকেই হতে পারে পদকের দাবিদার। তাঁদের পারফরম্যান্সের উপর অনেকটাই নির্ভর করবে ভারতের পদক সংখ্যা। প্রথমে যার নাম বলা যায় ,সিফ্ট কৌর সামরা। ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে হানঝাউ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। প্যারিস অলিম্পিকে অভিষেক হতে চলেছে এই শুটারের। প্যারিসে অলিম্পিকে পদকের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে সামরাকে।
আর এক প্রতিভাবান ইশা সিং। শুটিংয়ে ভারতের আরও এক ভরসা। ২০২২ সালে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন। ১৯ বছরের এই শুটার মাত্র ১৩ বছরেই হারিয়েছিলেন ভারতের তারকা শুটার হিনা সিন্ধু, মানু ভাকেরদের। তিরন্দাজ ধীরজ বোমদেবরা। প্যারিসের জন্য প্রথম টিকিট নিশ্চিত করেছিলেন। এশিয়ান গেমসে রিকার্ভ টিম ইভেন্টে রুপো রয়েছে ভারতের এই তিরন্দাজের। এনেছেন অনেক পদক।
প্রথম বার অলিম্পিকের মঞ্চে প্রীতি সাই পাওয়ার। বক্সিংয়ে নিখাত জরিন, লভলিনা বোরগোহাইয়ের পাশাপাশি আরও একটা নাম নিয়ে আলোচনা তুঙ্গে। প্রত্যাশা অনেক বেশি।
প্যারিসে ভারতীয় অ্যাথলিটদের মধ্যে সবচেয়ে কমবয়সী ধিনিদি দেশিংহু। মাত্র ১৪ বছরের বয়সি ধিনিদির প্রথম অলিম্পিক হলেও সম্ভাবনা অনেক। সঙ্গে অভিজ্ঞ শ্রীহরি নটরাজ থাকায় গাইড করার লোকের অভাব নেই। অলিম্পিকে হেভিয়েস্ট কোটায় (৭৬ কেজি ক্যাটেগরি) টিকিট নিশ্চিত করেছেন রীতিকা হুডা। সাক্ষী মালিক যেখানে কুস্তি শিখেছিলেন, সেখান থেকেই উঠে আসা রীতিকার। ভারতীয় টেবিল টেনিসে অতি পরিচিত নাম শ্রীজা আকুলা। ভারতের এক নম্বর টেনিস তারকা শ্রীজা। কুস্তিতে আরও একটা কিস্তিমাত হতে পারে অন্তিম পাঙ্ঘাল। দু-বার সেরার শিরোপা জিতেছেন অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে। জিতেছেন সিনিয়র স্তরেও পদক । ভারতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য রাজকুমার পাল। হকিতে ব্রোঞ্জ এসেছিল টোকিওতে। অল্পের জন্য টোকিও অলিম্পিকের স্কোয়াডে সুযোগ পাননি। এ বার দলে রয়েছেন।