পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের ১ নম্বর ওয়ার্ডের হঠাৎপল্লী, এখন খবরের শিরোনামে। এই পল্লীতে বসবাসকারী প্রায় সকলেই বাংলাদেশী। ২০০২ সালের পর গড়ে ওঠা এই ছোট্ট পল্লী আজ আলোচনার কেন্দ্রে, কারণ এখানকার অধিকাংশ বাসিন্দাই বাংলাদেশ থেকে আগত। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের পর থেকে ধাপে ধাপে বাংলাদেশের ভোলা জেলা থেকে বহু পরিবার পশ্চিমবঙ্গে চলে আসে।

তখন মেদিনীপুর শহরের উপকণ্ঠে জমি কিনে তারা গড়ে তোলে নতুন বসতি — আজকের এই হঠাৎপল্লী। বর্তমানে প্রায় দেড় থেকে দুইশো ভোটার রয়েছেন এই এলাকায়, যাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করছেন, পরিবার-পরিজন নিয়ে।তবে এখন SIR প্রক্রিয়া শুরু হওয়ায় নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তারা। কারণ, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁদের কারোরই নাম ছিল না।

অনেকেই পরে ভোটার কার্ড পেলেও সেই প্রাথমিক তালিকায় নাম না থাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।স্থানীয় এক বাসিন্দা জানান, “আমরা অনেক বছর ধরে এখানে থাকছি। সন্তানদের স্কুলে পাঠাচ্ছি, ট্যাক্স দিচ্ছি, কিন্তু এবার যদি নাগরিকত্ব নিয়ে সমস্যা হয়, তাহলে কোথায় যাব?” সরকার যা সিদ্ধান্ত নেবে তা তারা মেনে নিতে বাধ্য বলে জানিয়েছেন।