Skip to content

বেলদা কলেজে ছাত্রদের সঙ্গে খড়্গপুর কলেজে ছাত্রদের সংঘর্ষ, আহত ৩০ জন!

পশ্চিম মেদিনীপুর অমিতেশ কুমার ওঝা : পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর তহসিলের বেলদা কলেজে পরীক্ষা দিতে আসা দুই কলেজ ছাত্রের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের কারণে উত্তেজনা ছিল। এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ সংঘর্ষে রূপ নেয়। এতে প্রায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, খড়্গপুর কলেজ ও কাশমুলি কলেজের প্রথম সেমিস্টারের পরীক্ষার কেন্দ্র বেলদা কলেজে ঠিক করা হয়েছিল। গতকাল কলেজে মোবাইল চুরির ঘটনা ঘটে। এর পরে, শুক্রবার পরীক্ষা শেষ হওয়ার পরে, খড়গপুর কলেজের ছাত্রদের বিরুদ্ধে কাটআউট এবং দলীয় পতাকা ছিঁড়ে কলেজে অবস্থিত টিএমসি স্টুডেন্ট কাউন্সিলের অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে খড়্গপুর কলেজের ছাত্রদের সঙ্গে বেলদা কলেজের ছাত্রদের হাতাহাতি শুরু হয়। কলেজ ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়।ঘটনার খবর পেয়ে বেলদা এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই সংঘর্ষে প্রায় ৩০ জন ছাত্র আহত হয়, যার মধ্যে ৪ ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খড়্গপুর কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ। কারণ শনিবার আবার পরীক্ষা দিতে যেতে হবে বেলদা কলেজে।

Latest