Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনে GRP ও RPF- এর উদ্যোগে হলো শিশু সুরক্ষা বিষয়ে সচেতন শিবির!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশনে জিআরপি ও আরপিএফের সহযোগিতায় জেলা শিশু সুরক্ষা ইউনিটের পক্ষ থেকে শিশু সুরক্ষা বিষয়ে সচেতন শিবির ও প্রচার করা হল। শিশুদের যত্ন ও স্টেশন চত্বরে ঘোরা শিশুদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া ও সামাজিক করে তুলতে উদ্যোগী হয়েছে দফতর।

শনিবার বেলদা রেল স্টেশনে সচেতনতার শিবির করা হল। স্টেশনে থাকা শিশুদের যত্ন, তাদের পরিবারের খোঁজ করে পরিবারে ফিরিয়ে দেওয়া ও শিশুদের সামাজিক মর্যাদায় ফেরাতে উদ্যোগী হয়েছে শিশু সুরক্ষা দফতর। এদিন স্টেশনে থাকা শিশুদের সুরক্ষার বিষয়ে পদক্ষেপ ও শিশু চুরি আটকাতে মানুষকে সচেতন করা হয়েছে। আবার অনেক শিশু কোনও কারনে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের পরিবারের কোনও ফোন নম্বর লিখে দিয়ে পকেটে রেখে দেওয়া বা ফোন নম্বর মুখস্থ করিয়ে রাখার ক্ষেত্রে জোর দেওয়া হয়। পরিবারের সদস্যদের এক্ষেত্রে সচেতন থাকার কথা জানানো হয়েছে। জেলা শিশু সুরক্ষা দফতর জানাচ্ছে, শিশুদের সুরক্ষার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Latest