নিজস্ব সংবাদদাতা : ২৭শে ডিসেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে SIR-এর শুনানি পর্ব। চলবে ৭ফেব্রুয়ারি পর্যন্ত। রাজ্যে ৩ হাজার ২৩৪টি হিয়ারিং কেন্দ্র করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এবার সন্তান প্রসবের দিনে SIR-এর শুনানি পর্ব।গর্ভে সন্তানকে নিয়ে শুনানি পর্বে হাজির এক গৃহবধূ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা দু'নম্বর ব্লকে। এদিন বিডিও অফিসের সভাকক্ষে এস আই আর এর শুনানির প্রথম পর্বে গর্ভে সন্তান নিয়ে হাজির হন এক মা। ২৭ বছরের তরুণী বন্দনা মন্ডল বাড়ি চন্দ্রকোনার কুয়াপুরে স্বামী পেশায় কৃষক। শনিবার ছিল এস আই আর এর শুনানির প্রথম পর্ব চন্দ্রকোনা দু'নম্বর ব্লক এর বিডিও অফিসের দ্বিতীয় তলে ছিল এস.আই. আরের সভা কক্ষ। ওই গৃহবধূ সভাকক্ষে উঠতে না পারায় এস আই আর এর দায়িত্বে থাকা অফিসারেরা নিচে এসে উনার নথি যাচাই করেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে এদিন এস আই আর এর শুনানির প্রথম পর্বে চন্দ্রকোনা দু'নম্বর ব্লক এ ৭০ জনকে ডাকা হয়েছিল।