সুমন পাত্র : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের খড়্কুশমা গ্রাম পঞ্চায়েতের লোধা গ্রামে। সিদ্ধি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন গ্রামের একাধিক বাসিন্দা। অসুস্থ হওয়া ব্যাক্তিদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। দু'জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিতও করা হয়েছে বলে জানা গেছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মায়ের বিদায় বেলা, হইহুল্লোড় করে প্রতিমাকে ঘাটে নিয়ে আসার পালা। নিমিষের মধ্যে এই আনন্দ বদলে গেল বিষাদে। ঘটে গেল অঘটন। শুক্রবার বিকেলে বিসর্জনের সময় সিদ্ধি খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন একাধিক গ্রামবাসী।

আসলে লোধা স্বামী দেবানন্দ আশ্রমে ছিল প্রতিমা বিসর্জন। সেই উপলক্ষেই বিসর্জনে বেরনোর আগে ছোটো থেকে বড় অনেকেই দুপুর দেড়টা নাগাদ খেয়েছিলেন সিদ্ধি। সিদ্ধি খাওয়ার পর থেকেই সকলের প্রচণ্ড মাথা যন্ত্রণা করতে শুরু করে। অনেকের আবার একাধিকবার বমিও হয়। কিছু বাচ্চা মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে । সেই ভয়েই গ্রামের একাধিক মানুষ ছুটে যান হাসপাতালে। গ্রামবাসীদের প্রাথমিক অনুমান সিদ্ধির মধ্যে বিষক্রিয়া কারণে এমন ঘটনা ঘটেছে। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অসুস্থ হওয়া ২ জনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের দুজনকে অন্য হাসপাতালে স্থান্তরিত করা হলেও বাকিরা ভর্তি রয়েছেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘সকলেরই বমি-সহ বেশ কিছু উপসর্গ আছে। অতিরিক্ত বমির কারণে দু’জনের অবস্থা একটু গুরুতর। তাঁদের মেদিনীপুর মেডিক্যালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকিরা স্থিতিশীল’। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে সিদ্ধির নমুনা সংগ্রহ করা হবে অতি শীঘ্রই।