পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শনিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের কুবাই উড়ালপুল সংলগ্ন ডুকি এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা।নির্মাণ শ্রমিকরা একটি পিকআপ ভ্যানে করে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। আহত হয় অন্তত ১৩ জন । মৃত শ্রমিকের নাম সামিম মণ্ডল (২১)।,গুইয়াদাহ এলাকা থেকে প্রতিদিনের মতোই একদল শ্রমিক শালবনীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নির্মাণকাজে যোগ দিতে। কিন্তু পথে ডুকি এলাকায় ভ্যানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে চিৎকার-চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।আহতদের কে প্রথমে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। গুরুতর আহত শ্রমিক কামাল উদ্দিন পাঠান-এর অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতার SSKM হাসপাতালে রেফার করা হয়েছে।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় এলাকায় নেমে আসে শোকের ছায়া। বহু শ্রমিক পরিবার সকাল থেকে হাসপাতালের সামনে ভিড় জমান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান স্থানীয় বিধায়ক সুজয় হাজরা ও প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তাঁরা আহতদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। মেদিনীপুর মেডিকেল কলেজে ছুটে আসেন, মেদিনীপুর পৌরসভার পৌরপিতা সৌমেন খান নিজে হাসপাতালে উপস্থিত হয়ে আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান,আহতদের পরিবারের জন্য পৌরসভার পক্ষ থেকে খাদ্য ও প্রয়োজনীয় সমস্ত সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা SSKM রেফার করা হয় কামাল উদ্দিন পাঠান-কে। মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাঁকে পাঠানো হয়।