Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু'নম্বর ব্লকের ধনেশ্বরপুরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে ৩১শে অক্টোবর শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু'নম্বর ব্লকের ধনেশ্বর পুর গ্রামে। বাড়ির পাশে বাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ।পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম বাপি ভঞ্জ বয়স ৫১ বছর বাড়ি দাঁতন দু'নম্বর ব্লকের ধনেশ্বর পুর গ্রামে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে নিজের ঘরের পেছনে বাগানে গলায় ফাঁস লাগান ওই ব্যাক্তি, এরপর পরিবারের লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য শনিবার খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠাবে বেলদা থানার অন্তর্গত জোড়া গেড়িয়া ফাঁড়ির পুলিশ।

Latest