Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে  মঙ্গলবার ৪ঠা নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গুরুনানক হোটেল সংলগ্ন ১৬ নম্বর জাতীয় সড়কে । এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। বাইক আরোহীকে ধাক্কা মেরে পিষে দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় এক অজ্ঞাতপরিচয় গাড়ি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুকদেব বায়েন, বয়স আনুমানিক ২৪ বছর। তাঁর বাড়ি ডেবরার বাকলসা এলাকায়।জানা যায়, ওই বাইক আরোহী খড়্গপুরের দিক থেকে ডেবরার দিকে আসছিলেন। ডেবরার ওভার ব্রিজে ওঠার ঠিক আগে গুরুনানক হোটেল সংলগ্ন এলাকায় পিছন দিক থেকে আসা কোনো অজ্ঞাত গাড়ি সজোরে তাঁর বাইকে ধাক্কা মারে। ধাক্কার পর ঘাতক গাড়িটি তাঁকে পিষে দিয়ে দ্রুত গতিতে এলাকা ছেড়ে চলে যায়।দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডেবরা ট্রাফিক ওসি সহ পুলিশকর্মীরা। মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ইতিমধ্যেই গাড়িটির সন্ধানে তদন্ত শুরু করেছে। জাতীয় সড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।পুলিশের হাজার সচেনতারমূলক বার্তা ছড়ানোর পরেও, চলতি বছরের একের পর এক দুর্ঘটনা।

Latest