পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ১লা নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের নিউ কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এসআইআর (Special Summary Revision of Electoral Roll)-কে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ সর্বদলীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আলোচনার মূল বিষয় ছিল— নির্বাচন কমিশনের জারি করা এসআইআর সংক্রান্ত গাইডলাইন, ভোটার তালিকা সংশোধন ও নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া, এবং এনুমারেশন ফর্ম পূরণের বিস্তারিত পদ্ধতি। বৈঠকে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয় তুলে ধরা হয়, যার প্রত্যেকটির উত্তর বিস্তারিতভাবে দেন জেলা নির্বাচন আধিকারিকরা। এসআইআর প্রক্রিয়া নিয়ে যে বিভ্রান্তি বা আশঙ্কা মানুষের মধ্যে দেখা দিয়েছে, তা দূর করতেই এই বৈঠকের মূল উদ্দেশ্য বলে জানান কর্তৃপক্ষ।

এছাড়াও, নির্বাচন কমিশনের পক্ষ থেকে চালু করা হয়েছে ১৯৫০ নম্বরের ভোটার হেল্পলাইন ও অনলাইন পরিষেবা, যেখানে নাগরিকরা ভোটার তালিকা সংক্রান্ত যেকোনো তথ্য জানতে পারবেন, সংশোধনের আবেদন করতে পারবেন এবং প্রয়োজনে অভিযোগও জানাতে পারবেন।