Skip to content

মেদিনীপুর শহর সেজে উঠেছে উৎসবের রঙে—আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য দুর্গাপূজা কার্নিভাল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ শনিবার ৪ঠা অক্টোবর মেদিনীপুর শহর সেজে উঠেছে উৎসবের রঙে—আয়োজিত হচ্ছে বর্ণাঢ্য দুর্গাপূজা কার্নিভাল। মুখ্যমন্ত্রী উদ্যোগে এই কার্নিভাল হয়ে উঠেছে জেলার সাংস্কৃতিক মিলন মেলা।শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। মঞ্চ তৈরির কাজ থেকে আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম থেকে নিরাপত্তা—সব কিছুই চলছে দ্রুত গতিতে।

সকাল থেকেই জেলা প্রশাসনের আধিকারিকরা ও মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান ও তথ্য দপ্তরের আধিকারিক বরুণ মন্ডল নিজে উপস্থিত থেকে প্রতিটি কাজ তদারকি করছেন, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হয়।তবে এই আনন্দের মাঝেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হওয়ায় উদ্বেগ ছড়িয়েছে আয়োজক ও পূজা কমিটিগুলির মধ্যে।আবহাওয়া অনিশ্চিত হলেও সবার আশা—সন্ধ্যার আগেই মেঘ কেটে যাবে, আর উৎসব আনন্দ ভরে উঠবে।জানা গেছে, এ বছর মোট ১৫টি পূজা কমিটি অংশ নিচ্ছে কার্নিভালে।

প্রতিমা নিয়ে তাদের শোভাযাত্রা শহরজুড়ে ছড়িয়ে দেবে আলো, সঙ্গীত ও আনন্দের মেলা। ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে যান চলাচল—প্রশাসন কড়া নজর রাখছে প্রতিটি ক্ষেত্রে। শহরজুড়ে এখন একটাই প্রশ্ন—শেষ পর্যন্ত কি আবহাওয়া হাসিমুখে কার্নিভালকে স্বাগত জানাবে, নাকি বৃষ্টির দাপটে ভাটা পড়বে এই মহোৎসবের আনন্দে?

Latest