নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলাতেও দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। বটতলাচক থেকে গোলকুঁয়াচক পর্যন্ত এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। মেদিনীপুরের ১৫টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেন। বিকেল পাঁচটা থেকে পুজোর কার্নিভাল শুরু হয়। এই অনুষ্ঠান ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরের প্রতিটি মোড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। এছাড়াও ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন। কার্নিভালে তুলে ধরা হয় বাংলার লোকশিল্প ও লোক সংস্কৃতিকে।

এদিনের কার্নিভালে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া,জেলা শাসক খুরশেদ আলি কাদেরি,পুলিশ সুপার ধৃতিমান সরকার, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতো, শিউলি সাহা, পিংলার বিধায়ক অজিত মাইতি,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা রানী মাইতি, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ IAS শ্রীনিবাস ভেঙ্কট রাও,মহকুমা শাসক মধুমিতা মুখার্জি,পৌরপ্রধান সৌমেন খান,সকল ওয়ার্ড কাউন্সিলরা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। ১৫টি পুজো কমিটির মধ্যে রয়েছে রবীন্দ্রনগর, গোলকুঁয়াচক, কোতোয়ালি বাজার, রাঙামাটি, বিবিগঞ্জ, সুজাগঞ্জ, নজরগঞ্জ সমাজবাড়ি, পুলিশ লাইনস হাউজ়িং, পাটনাবাজার আদি, কামারপাড়া মৌজা, ক্ষুদিরামনগর মাইকোলেন সার্বজনীন, মিরবাজার পার্লামেন্ট ক্লাব, সিপাইবাজার গোল্ডেন স্টার ক্লাব, কর্নেলগোলা চিরসাথী ক্লাব। কার্নিভালে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশবাহিনীও মোতায়েন থাকবে এলাকায়। বিসর্জনের শোভাযাত্রাকে আকর্ষণীয় করার পাশাপাশি সমাজকে নানা বার্তা দিতে এই আয়োজন বলে জানিয়েছেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক বরুণ মণ্ডল।