নিজস্ব সংবাদদাতা : অকস্মাৎ ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পশ্চিম মেদিনীপুর জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের। সোমবার ভোররাতে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন রাজীব। দ্রুত তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবার পরিজনেরা। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৪২ বছর বয়সী এই প্রতিভাবান নৃত্যশিল্পী ও নৃত্য প্রশিক্ষকের মৃত্যুতে শোকস্তব্ধ মেদিনীপুর শহর বাসী ও গোটা জেলাবাসী।ভোরের আলো ফুটতেই সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভীড় করেন তাঁর শুভানুধ্যায়ী ও গুণমুগ্ধরা। মেদিনীপুর শহরের বাসিন্দা রাজীব খান 'ভারতনাট্যম' ঘরানার একজন সুপ্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হলেও আধুনিক সহ যেকোন নৃত্যেই অত্যন্ত পটু ছিলেন।

তাঁর স্ত্রী সহেলী বেরা খানও একজন দক্ষ নৃত্যশিল্পী। তাঁদের জনপ্রিয় নৃত্য প্রতিষ্ঠান ছিল 'তালম'। এছাড়াও, রাজীব মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন নামে স্বনামধন্য ইংরেজি মিডিয়াম স্কুলের নৃত্য বিভাগের শিক্ষক ছিলেন, পাশাপাশি নৃত্য প্রশিক্ষণ দিতেন পাঁচখুরি ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় সহ অন্যান্য কয়েকটি প্রতিষ্ঠানে।তাঁর প্রয়াণের খবর নিশ্চিত হওয়ার পরই বিদ্যাসাগর শিশু শিক্ষা নিকেতনে ছুটি ঘোষণা করা হয়। গভীর শোকপ্রকাশ করা হয়েছে স্কুল কর্তৃপক্ষ এবং শহরের শিল্পী ও সচেতন নাগরিকদের তরফে। রাজীব ও সহেলীর একমাত্র সন্তান বিদ্যাসাগর শিশু নিকেতনেরই তৃতীয় শ্রেণীর ছাত্র। সোমবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রয়াত রাজীব খানের মৃতদেহের ময়নাতদন্ত হয়। বিকেল সাড়ে তিনটা নাগাদ হাসপাতাল থেকে তাঁর শেষযাত্রা শুরু হয়। শেষযাত্রা প্রথমে সিপাইবাজারের বিদ্যাসাগর শিশু নিকতনে যায়, তারপর রবীন্দ্র নিলয়, মেদিনীপুর কলেজ হয়ে পাটানাবাজারে তাঁর বাসভবনে যায়। সেখান থেকে তাঁর মরদেহ পদ্মাবতী শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা,মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান শহরের বিশিষ্ট জনেরা, সংস্কৃতিকর্মীরা, সমাজকর্মীরা ও অন্যান্য অংশের নাগরিকরা বিভিন্ন ভাবে শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে শোকের আবহ। নৃত্যশিল্পী রাজীব এই অল্পবয়েসেই দেশে-বিদেশে কৃতিত্বের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন এবং নানা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন।রাজীবের সংস্থা 'তালম্' বন্দেমাতরম্ নৃত্য উৎসবে ভারত সেরা হয়।ভারতের ৩৭ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে প্রথম হয়েছিল মেদিনীপুরের "তালম্" এবং প্রজাতন্ত্র দিবসের প্যারেডে জায়গা করে নিয়েছিল রাজীব খানের তালাম। উল্লেখ্য রবিবার রাতেও রাজীব চিত্রাঙ্গদা নৃত্যনাট্য অর্জুনের ভূমিকায় অভিনয় করছেন।তার ঘন্টা খানেকের মধ্যেই তিনি হৃদরোগে আক্রান্ত হন।