নিজস্ব সংবাদদাতা : ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি SIR নিয়ে বলেন এত হৈচৈ কিসের? এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া।এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “যুদ্ধকালীন পরিস্থিতিতে সব সময় বুথে থাকতে হবে বুথ সভাপতিদের। অঞ্চল সভাপতিদের প্রতিনিয়ত বুথ গুলি টাচ করতে হবে, তা না হলে কিছুতেই অঞ্চল সভাপতি থাকতে পারবে না। আমার কাছে যদি খবর আসে অঞ্চল সভাপতি বুথ গুলোতে যাইনি তাহলে সেই অঞ্চল সভাপতিকে কেউ রাখতে পারবে না, ব্লক সভাপতি থেকে বিধায়ক কেউ তাকে রক্ষা করতে পারবে না। আমি নিজের ক্ষমতার বলে তাকে সরিয়ে দেবো।কর্মশালায় উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া, দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া সহ একাধিক তৃণমূল নেতা। ঘাটাল BLA-২ বুথ সভাপতিদের নিয়ে SIR প্রসঙ্গে ঘাটালে একটি কর্মশালায় এসে এমনই বললেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি।