Skip to content

বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির উন্নয়নমূলক কাজ!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বীরসিংহ হল পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার ঘাটাল ব্লকের অন্তর্গত একটা গ্রাম। প্রশাসন সূত্রের খবর, বিএস ডি এ অর্থাৎ বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।৯ কোটি ১৪ লক্ষ ৬৮ হাজার ৪৪৮ টাকার কাজ হবে।মহকুমার বিভিন্ন এলাকায় পিচ রাস্তা নির্মাণ, ঢালাই রাস্তা নির্মাণ সহ বিভিন্ন কাজ শুরু হয়েছে।বিভিন্ন এলাকায় কাজ পরিদর্শন করলেন ঘাটাল মহকুমার এস ডি ও সুমন বিশ্বাস।।তিনি কাজের মান পরিদর্শন করেন এবং এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন। এই খবরে বীরসিংহের পাশাপাশি খুশি ঘাটালও।

Latest