Skip to content

পুজোর আগে কি নিশ্চিন্ত হতে পারছেন ঘাটাল বানভাসি এলাকার বাসিন্দারা?

1 min read

নিজস্ব সংবাদদাতা:  ঘাটালের অধিকাংশ এলাকা থেকে বন্যার জল নেমে গেলেও এখনও বেশ কিছু নিচু অঞ্চলে জল জমে রয়েছে। গ্রামের ভিতরের রাস্তাগুলি ডুবে থাকায় সাধারণ মানুষকে প্রতিদিনই ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। বন্যা পরিস্থিতির প্রভাবে পানীয় জলের উপর প্রভাব পড়েছে মারাত্মকভাবে। স্কুল-কলেজে যাওয়া, বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস আনা কিংবা জরুরি স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্যও বাসিন্দাদের সেই ডুবে থাকা রাস্তা পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, “বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।তবে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক তৎপরতা চলছে। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ সরবরাহে নৌকা ও জলযান ব্যবহার করা হচ্ছে। কি বলছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস দেখে নেওয়া যাক।

Latest