বরুণ কুমার বিশ্বাস : ১লা নভেম্বর, শনিবার ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ে বর্ণ পরিচয় মুক্তমঞ্চে প:ব: সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালনায় এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো রাজ্য ব্যাপী যে বসে আঁকো প্রতিযোগিতা।

'ক' এবং 'খ' দুটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 'ক' বিভাগটি ছিল প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত এবং 'খ' বিভাগটি ছিল পঞ্চম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য। দুটি বিভাগ মিলিয়ে প্রায় ১৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে শংসাপত্র এবং সান্ত্বনা পুরস্কার স্বরূপ-সমান্য উপহার দেওয়া হয়। শুধু ছবি আঁকা প্রতিযোগিতা নয়, এদিন বিভিন্ন বিজ্ঞান মডেল তৈরি, ছাত্র-ছাত্রীদের মধ্যে নৈতিকতা বৃদ্ধি সহ একাধিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।অঙ্কন ছাত্র-ছাত্রীদের মানসিক বৃদ্ধি ঘটায়। চিন্তাভাবনার বিকাশ ঘটায়। সৃজনশীল ভাবনার প্রতি আগ্রহ বাড়ে সকলের।