নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের ঘাটাল দাসপুরে ফের নিষিদ্ধ কাফ সিরাপসহ গ্রেপ্তার ৬ জন পাচারকারী। ৩১শে অক্টোবর শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার বেলিয়াঘাটায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় দাসপুর থানার পুলিশ। সেই অভিযানে একটি প্রাইভেট গাড়িকে আটকে তল্লাশি চালালে চক্ষু চড়ক গাছ হয় দাসপুর থানার পুলিশের। গাড়ির ভেতর থেকে বস্তা ভর্তি উদ্ধার হয় কাফ সিরাপ। ঘটনায় আটক করে গ্রেপ্তার করা হয় প্রাইভেট গাড়িতে থাকা ৬ জনকে। একই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে প্রাইভেট গাড়িটিকে। প্রসঙ্গত দিন কয়েক আগে দাসপুর থানায় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তিনজন যুবককে। সূত্র জানা গিয়েছে সেই তিনজন যুবককে জিজ্ঞাসাবাদ করেই এই বিশেষ অভিযানে নেমে বড়সড় সাফল্য পায় ঘাটাল দাসপুর থানার পুলিশ।