Skip to content

ঘাটাল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমকে রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি নতুন আশ্রম!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম উন্নীত হল ঘাটাল রামকৃষ্ণ মিশনে। ঘাটাল টাউন হলে অনুষ্ঠানটি হয় এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়। ঘাটাল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ কর্তৃক অধিগ্রহণ হল।অনুষ্ঠানে ছিলেন বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী সুবীরানন্দজী মহারাজ। এছাড়াও ছিলেন অন্যান্য মহারাজরা।

শতাধিক বছরের প্রাচীন ঘাটাল শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম রামকৃষ্ণ মঠ মিশনের বেলুড় মঠের একটি নতুন শাখা কেন্দ্র করা হয়। ঠাকুর মা স্বামীজীর বিশেষ পুজো হোম এবং ভোগারতি হয় ৯৭ জন সাধু সন্ন্যাসীদের উপস্থিতিতে।

৮ হাজারের বেশি মানুষ প্রসাদ পেয়েছেন, বলেন স্বামী নিহিতানন্দ। শিক্ষা সহ বিভিন্ন সামাজিক ক্ষেত্র আরো প্রসারিত করা হয়।

Latest