Skip to content

পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকাতে অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট ভর্তি লরির ধাক্কা, মৃত ৬, আহত ২ জন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসার সময় কেশপুর এর পঞ্চমীর কাছে লরির সাথে দুর্ঘটনা। ওই ঘটনায় মৃত ৬, আহত ২ জন। লরিটি মেদিনীপুর এর দিক থেকে কেশপুরের দিকে যাচ্ছিল অন্য দিকে ঘাটাল থেকে একটি এম্বুলেন্স করে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসছিল। সেই সময় পঞ্চমীর কাছে বড় পোলের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেই ঘটনায় এম্বুলেন্স এ থাকা যাত্রীদের বেশির ভাগ আহত এবং নিহত হয়েছে। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, একটি সিমেন্ট বোঝাই লরি কেশপুর এর দিকে যাচ্ছিল সেই সময় কেশপুর দিক থেকে আসা এম্বুলেন্স টা মেদিনীপুরের দিকে আসার সময় দুর্ঘটনা ঘটে। ৬ জনের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে ২ জন মহিলা। আহত আরও ২জন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজন বলে জানা যায় ।আহতরা চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকার বাসিন্দা। কয়েকদিন আগেই পেটের যন্ত্রণা নিয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে এলাকায় গিয়েছেন পুলিশ সুপার। কেশপুর থানার পুলিশ যায় ঘটনাস্থলে। কোতোয়ালি থানার পুলিশ পৌঁছায় হাসপাতালে।

Latest