নিজস্ব সংবাদদাতা : প্রাচীনকাল থেকে প্রথা মেনে চলে আসছে এই বনেদী বাড়ির পুজো। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের গড়সেনাপোতা গ্রামের দেব পরিবারের পুজো প্রায় ৪৫০ বছরের পুরোনো। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে চণ্ডীমঙ্গলের রচয়িতা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর নামও। সারা বছর ধরে এ বাড়িতে অষ্টধাতুর মূর্তি পুজো করা হয়। রয়েছে প্রাচীন মন্দির। শারদীয়ার সময়ে বাড়িতে এসে শিল্পী মাটির প্রতিমা গড়েন। মায়ের গয়না থেকে সাজসজ্জা, সবই হয় মাটি দিয়ে। এখানে মায়ের সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের মূর্তি থাকে না। পটচিত্রে আঁকা হয় তাঁদের। কথিত আছে মহিষাশুরের সঙ্গে দুর্গার যুদ্ধের অন্তিম পর্বে, মা দুর্গা ১০ বাহু থেকে ১৮ বাহু রূপ ধারণ করেন। বাংলার মেদিনীপুর তথা গঙ্গার এপারে, একমাত্র কেশপুরের গড়সোনাপেতা গ্রামের দেব পরিবারে ১৮ বাহুর দুর্গার পুজো হয়। রীতি মেনে মহালয়ার আগেই, গীতাষ্টমীর দিন থেকেই শুরু হয়ে যায় দেবীর আরাধনা। প্রাচীনকাল থেকেই এই ঐতিহ্যবাহী মা দুর্গার পুজো আজও দেব পরিবারের কাছে এক বিশেষ আরাধনার!