পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : খড়গপুর টাউন থানার সিভিক কর্মী তুলসী রায়ের মৃত্যু নিয়ে ধর্মীয় মেরুকরণের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের এসডিপিও ধিরোজ কুমার। ২৯শে ডিসেম্বর সোমবার বিকেলে খড়গপুর টাউন থানায় সাংবাদিক বৈঠকে তিনি জানান, এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি চারজনকেও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সিভিক কর্মী পুলিশ পরিবারেরই অংশ হওয়ায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর বলেও তিনি জানান। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে আশ্বাস দেয় জেলা পুলিশ। উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর গভীর রাতে খড়গপুর স্টেশন সংলগ্ন মালগোডাউন এলাকায় চা খাওয়ার সময় কয়েকজন মদ্যপ যুবকের সঙ্গে বচসা বাধে তুলসী রায় ও তাঁর বন্ধুদের। এক পর্যায়ে বোতল দিয়ে মাথায় আঘাত করা হলে গুরুতর জখম হন তুলসী। প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ও পরে কটকের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরে গতকাল খড়গপুর টাউন থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে বিক্ষোভও দেখানো হয়।