নিজস্ব সংবাদাতা:জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে সরাসরি ঋণ তুলে দিতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ২৬শে আগস্ট মেদিনীপুর শহরে জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত হল অষ্টম তম ‘মেগা ক্রেডিট ক্যাম্প’। এই ক্যাম্প থেকে সরাসরি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, পিডি, ডিআরডিসি এবং অতিরিক্ত জেলা মিশন ডিরেক্টর ডঃ গোবিন্দ হালদার সহ জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও ব্যাঙ্কের উচ্চপদস্থ কর্তারা প্রমুখ।পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজন করা হলো মেগা ক্রেডিট ক্যাম্প।

শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরের ৪৬১১টি বেশি স্বনির্ভর গোষ্ঠীকে সরাসরি ৩১০ কোটি টাকা ঋণ দেওয়া হল মেগা ক্রেডিট ক্যাম্পের মাধ্যমে। স্বাভাবিকভাবে গ্রামীণ অর্থনীতিকে আরও উদ্বুদ্ধ করতে এই আয়োজন। আজকের মেগা ক্রেডিট ক্যাম্পটি জেলা, ব্লক এবং ব্যাংক শাখা উভয় পর্যায়েই অনুষ্ঠিত হয়।

স্বাভাবিকভাবে গ্রামীণ অর্থনীতিকে আরও উদ্বুদ্ধ করতে এই আয়োজন। ব্যাংক অফ ইন্ডিয়া,পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পশ্চিম বঙ্গ গ্রামীণ ব্যাংক এবং পশ্চিম মেদিনীপুর জেলায় পরিচালিত বিভিন্ন ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে। শহর এলাকা তো বটেই, গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে নানা উদ্যোগ নিচ্ছে প্রশাসন।