পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ফের বিএলও-এর বিরুদ্ধে অভিযোগ। বাড়ি বাড়ি না গিয়ে স্থানীয় একটি রীতিমতো মাদুর পেতে বসেই এনিউমারেশন ফর্ম বিলি করার অভিযোগ উঠল বিএলও-এর বিরুদ্ধে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ—বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের (এনুমারেশন) ফর্ম বিতরণ করবেন বিএলওরা (BLO)। কিন্তু বাস্তবে ছবিটা যেন একেবারেই উল্টো।

বাড়ি বাড়ি না গিয়ে রীতিমতো মাদুর পেতে বসেই ফর্ম বিলি করছেন বিএলও রা—এমন দৃশ্যই ধরা পড়ল মেদিনীপুর বিধানসভার নেপালি পাড়া এলাকার ২৮১ নম্বর বুথে। সেখানেই দেখা যায়, BLO দীপক বেরা মাদুর পেতে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন সাধারণ ভোটারদের মধ্যে। ক্যামেরার সামনে চাপে পড়ে শেষ পর্যন্ত তিনি স্বীকারও করে নেন যে, ফর্ম বিলির এই পদ্ধতি নিয়ম বিরুদ্ধ। নির্বাচন কমিশন যেখানে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ কঠোর ভাবে পালনের নির্দেশ দিয়েছে, সেখানে এমন উদাসীনতার ছবি ফের প্রশ্ন তুলছে প্রশাসনিক তৎপরতা নিয়ে। আবার প্রমাণ মিলল—কমিশনের নির্দেশে কড়াকড়ি এলেও, এখনো অনেক বিএলও-র ঘুম ভাঙেনি।