নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে আদিবাসী শিশুদের মাঝে মেয়ের জন্মদিন পালন করলেন অধ্যাপিকা। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের হেমচন্দ্র পঞ্চায়েতের মহম্মদপুর গ্রামে হল জন্মদিনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল মহম্মদপুর মহাত্মা গান্ধী ফাউন্ডেশন। শুক্রবার মহম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের কাছেই গান্ধীঘাটে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পালপাড়া কলেজের অধ্যাপিকা পন্ডিত। এদিন ছিল মেয়ে রাকা মণ্ডলের চোদ্দতম জন্মদিন। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে জন্মদিন পালন করেন অধ্যাপিকা।এদিন দুপুরে ধামসা মাদলের তালে কেক কেটে জন্মদিন পালন করা হয়। একই সঙ্গে পড়ুয়াদের সকলের জন্মদিন পালন করা হয়েছে। দুপুরে ছিল খাওয়ার ব্যবস্থাও। গান্ধী ফাউন্ডেশনের রঞ্জিত সাউ জানান, এদিন গান্ধীঘাটে অধ্যাপিকার মেয়ের জন্মদিন পালন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই প্রসঙ্গে জানান, বাড়িতে জন্মদিন পালন করলে সেই আনন্দ বাড়িতেই থেকে যায়। তাই এই গ্রামে জন্মদিন পালন করা করায় মেয়ে সামাজিক দায়বদ্ধতা সম্মন্ধে শিখতে পারল।