Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী পাঠালে স্মার্টফোন, ফ্রিজ, ইলেকট্রিক স্কুটার থেকে ফ্রি-তে ভ্রমণের সুযোগ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জেলার সবংয়ের একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ।ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠালে স্মার্টফোন, ফ্রিজ, ইলেকট্রিক স্কুটার থেকে ফ্রি-তে ভ্রমণের সুযোগ। এর সঙ্গে অন্যান্য পরিষেবা ও উপহার তো আছেই। যমুনা ডায়াগনস্টিক প্যাথলজি অ্যান্ড পলিক্লিনিক’ নামে ডায়াগনস্টিক সেন্টারটি সবংয়ের তেমাথানি এলাকায় অবস্থিত। 'ডাক্তারবাবুদের পরিষেবায়' একাধিক 'উপহার' ঘোষণা করে স্বাস্থ্য দপ্তরের কোপে সবংয়ের এই সেন্টার।দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বেআইনি ভাবে এমনই বিজ্ঞাপনী প্রচার চালিয়ে ওই সেন্টারটি ব্যবসা করছিল বলে অভিযোগ জমা পড়ে স্বাস্থ্য দপ্তরে। তার পরেই ওই সংস্থাকে কড়া চিঠি পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর। ২২শে ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, ‘ওই সেন্টারকে চিঠি পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তর বিষয়টি তদন্ত করে দেখবে। স্বাস্থ্য নিয়ে এই ধরনের ব্যবসা বরদাস্ত করা হবে না।

Latest