নিজস্ব সংবাদদাতা : ১৪ই এপ্রিল সোমবার সকালবেলাতে সবং থানার অন্তর্গত বড়চাহারা বাজার এলাকার পটাশপুর-তেমাথানি রাজ্য মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পটাশপুর থেকে তেমাথানির দিকে ধান বোঝাই একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, ধান বোঝাই একটি চলন্ত পিকআপ ভ্যান সেতুতে পৌঁছানোর সাথে সাথেই হঠাৎ করে এর পিছনের দুটি চাকা ফেটে যায়। চালক আর ভ্যানটি নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তারপর এই গাড়িটি রাজ্য মহাসড়কে উল্টে যায়। ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়ির ভেতর থেকে চালককে উদ্ধার করা হয়েছে। তবে চালক সিট বেল্ট বাঁধা থাকায় কোনও আঘাত পাননি। বলা হচ্ছে যে চালক সুস্থ আছেন। এদিকে, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সাবাং থানা পুলিশ। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।