Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর পিড়াকাটা এলাকায় হাতির তান্ডব!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার সকালে ঘাগড়াছল মৌজার পিড়াকাটা বেঞ্চের রঞ্জা বিট এলাকায় রামলাল নামে একটি হাতির আতঙ্ক ছড়িয়ে পড়ে। খাবারের সন্ধানে এদিক-ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎই সে গ্রামাঞ্চলের পথে চলে আসে। দীর্ঘক্ষণ কিছু না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে রামলাল। ঠিক সেই সময় রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। খিদে জ্বালায় উত্তেজিত হাতি গাড়িটির উপর তাণ্ডব চালাতে শুরু করে।

হঠাৎ হামলার মুখে গাড়ি চালক প্রাণ ভয়ে গাড়ি থেকে পালিয়ে যায়। নিজের জীবন বাঁচাতে তিনি আশপাশের মানুষের সহায়তা চান। গ্রামবাসীরা দূর থেকে ভয়ে তাকিয়ে থাকে রামলালের তাণ্ডবের দিকে। পরে বন দপ্তরের উদ্যোগে হাতিটিকে শান্ত করার চেষ্টা শুরু হয়।এই ঘটনায় স্থানীয় মানুষ আতঙ্কিত হলেও, একইসঙ্গে তাঁরা বুঝতে পারছেন—খাবারের অভাবেই জঙ্গলের হাতি গ্রামে ঢুকে বারবার এরকম পরিস্থিতি তৈরি করছে। তবে বনদপ্তর থেকে বারবার সতর্কতা করা হচ্ছে। জঙ্গলে মধ্যে একটা হাতির পাল রয়েছে যাতায়াত ক্ষেত্রে থেকেও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে বনদপ্তর পক্ষ থেকে। জঙ্গলমহল এলাকায় হাতির তাণ্ডব প্রায় নিত্যদিনের ঘটনা। মানুষজনও এর সঙ্গে অভ্যস্ত।কখন পথের মাঝে গজরাজ উদয় হবেন, সেই ভয়েই দিন কাটে তাঁদের। তবে বুধবার ক্ষুধার্ত হাতির আস্ফালনে নতুন অভিজ্ঞতা মুখোমুখি হলেন তাঁরা।

Latest