Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলায় শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে প্রথম প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলায় প্রথম প্রাথমিক বিদ্যালয়ের রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতে চলেছে। অবিভক্ত মেদিনীপুরে প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য ক্রীড়া আয়োজিত হলেও এই প্রথমবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে আয়োজিত হবে গোটা রাজ্যেরে সেরা প্রতিযোগিতা নিয়ে রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। যেখানে গোটা রাজ্যের ২৩ টি জেলার সেরার সেরা খেলোয়াড়রা অংশ নেবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।যেই জঙ্গলমহলে এক কালে ভারী বুটের শব্দ ছিল সেই জঙ্গলমহলের প্রত্যন্ত ব্লকের শালবনি স্টেডিয়ামে এখন সাজসাজরব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের সব জেলার সেরা প্রতিযোগীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হবে এই প্রতিযোগিতা। জানা গিয়েছে, ৩৪টি বিভাগে মোট ৮৭০ জন প্রতিযোগী অংশ নিতে চলেছে।

Latest