নিজস্ব সংবাদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং শালবনী নিচু মঞ্জরী বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় শুক্রবার নিচু মঞ্জরী বালিকা বিদ্যালয প্রাঙ্গণে শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হলো বিদ্রোহী কবি নজরুলের প্রয়াণ দিবস। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণ মন্ডল,বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলোকবরণ মাইতি, বিশিষ্ট নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসবী ভাওয়াল, বিদ্যালয়ের সভাপতি প্রশান্ত সানি সহ অন্যান্যরা। নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা এবং অতিথি শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন। পাশাপাশি এদিন ব্যবস্থাপক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।গোটা অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন অনিন্দিতা শাসমল ও বনানী মল্লিক।
জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শালবনী নিচু মঞ্জরী বালিকা বিদ্যালয়ে নজরুল স্মরণ!
