Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন বিদ্যালয় থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের সবং থানার অন্তর্গত একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩১শে অক্টোবর ভোরে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে। বিদ্যালয় থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম অভিনন্দন সামন্ত (১৮)।

বাড়ি সবং থানার অন্তর্গত ১৩ নং বিষ্ণুপুর অঞ্চল এলাকায়। জানা গিয়েছে, অভিনন্দন স্কুলের হস্টেলেই থাকত। পুজোর ছুটিতে সে বাড়ি গিয়েছিল। ২৮ অক্টোবর সে হস্টেলে ফেরে। বুধবার ও বৃহস্পতিবার অভিনন্দন ক্লাসেও উপস্থিত ছিল। শুক্রবার ভোরে অভিনন্দনকে হোস্টেলের ভিতর দেখতে পাওয়া যায়নি। এরপর বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় ছাত্ররা। অনেক খোঁজাখুঁজির পর স্কুলের রুম থেকে ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে। শোকের ছায়া নেমে এসেছে হাইস্কুলে।

Latest