নিজস্ব সংবাদদাতা: বই পডুন বই পড়ান। বই উপহার দিন। পশ্চিমবঙ্গে রাজ্যের সব সরকারি গ্রন্থাগারে আলাদা ভাবে গ্রন্থাগার সপ্তাহ পালিত হছে ২৪-৩০ অগস্ট পর্যন্ত। তাই ৩১শে আগস্ট রবিবার মেদিনীপুর শহরের পশ্চিম মেদিনীপুর জেলাগ্রন্থাগারে পালিত হলো সাধারণ গ্রন্থাগার দিবস ২০২৫। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গ্রন্থাগার দিবস উদ্বোধন করেন প্রধান অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুজয় হাজরা,জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানী মাইতি ,অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া, মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা বিশিষ্ট সাহিত্যিক মৃদুল শ্রীমানী ,সাহিত্যিক সিদ্ধার্থ সাঁতরা, বিডিও খড়্গপুর ১ সৌমেন দাস অফিসার প্রমুখরা।

রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে এবং স্থানীয় গ্রন্থাগার কৃত্যক পশ্চিম মেদিনীপুরের ব্যবস্থাপনায় দিনটি উদ্যাপন করা হয়। মৃদুল শ্রীমানী বলেন আমাদের সমাজে গ্রন্থাগারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বই, ম্যাগাজিন এবং অন্যান্য সম্পদের অ্যাক্সেস প্রদান করে যা পাঠকদের নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দিতে পারে এবং তাদের আরও সচেতন নাগরিক হতে সাহায্য করতে পারে।

শুভ দিনকে সামনে রেখে প্রায় ৩০ জন শিক্ষার্থীদের হাতে পুস্তক উপহার তুলে দেন কমিটির সকল সদস্যা বৃন্দরা।