Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার নিজেই বাইকে করে ঘুরে ঘুরে জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে প্রতিবছরই পশ্চিম মেদিনীপুর জেলার জনস্রোতের চেহারা নেয় বিশাল আকার।দুর্গাপুজোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মণ্ডপেও এবার বিশেষ নজর দিচ্ছে রাজ্য পুলিশ। পুজোর দিনগুলোতে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তার প্রতিটি দিকেই বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৩০শে সেপ্টেম্বর অষ্টমীর রাতে নজিরবিহীন দৃশ্য মেদিনীপুর ও খড়গপুরে। উৎসবের ভিড়ের মাঝেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার নিজেই বাইক চালিয়ে পথে নামলেন। তাঁর সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা।

শহরের ব্যস্ততম এলাকা থেকে শুরু করে প্রতিটি পুজো মণ্ডপের আশে পাশে—সর্বত্র ঘুরে ঘুরে খতিয়ে দেখলেন নিরাপত্তার চিত্র। লক্ষ্য একটাই,আনন্দমুখর পরিবেশে যেন কোথাও কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনার ছায়া না পড়ে। উৎসবের দিনগুলোতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে জেলা পুলিশ। তবে শুধু নির্দেশ দিয়েই দায় সেরে দেন নি পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার, স্বয়ং মাঠে নেমে সাধারণ মানুষের ভরসা জুগিয়েছেন।অষ্টমীর রাতে জেলা পুলিশের এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে জনমনে তৈরি করেছে নতুন আস্থা, বাড়িয়েছে নিশ্চিন্তে দুর্গোৎসব উপভোগের আনন্দ।

Latest