Skip to content

"ফিরে এসো শুরু থেকে" -- আরণ্যক বসু

যেখানে পঁচিশ খোলা হাওয়া আর মেঘ,
যেখানে ক্ষণিকা বৃষ্টির সুখবরে,
যেখানে ডেকেছে চার অধ্যায় ও গোরা,
সেখানে বন্যা শেষ কবিতায় ঝরে।
এখনও অমিত শিলং পাহাড়ে আসে!
স্টিয়ারিঙে একা, যে পথিক পথভোলা,
এখনও তো কেউ জোছনা কুড়োতে যায়,
সাধের আসন অনায়াসে বুনে তোলা!
পাহাড়ি বাঁকের আনাচে কানাচে যেন,
বিস্ময় আজও রডোডেনড্রনে থাকে,
দু'জোড়া ঠোঁটের আলতো আকর্ষণে,
উন্মনা তুলি ভুরুর ধনুক আঁকে!
বিশ্বাস করো, বৈশাখী সন্ধ্যায়,
ঝড়ের খেয়াতে শুধু তোমাকেই চাই,
মহাসাগরের দিকভুল তরণীতে,
ফেলে চলে যাব বেদনা-বোধের ছাই।
ও রবিঠাকুর, তুমিও ছয় ঋতুতে,
কৃষ্ণকলিকে বারবার নিয়ো ডেকে,
রজনীগন্ধা, বৌঠান হয়ে এলে,
পরিসমাপ্তি, ফিরে এসো শুরু থেকে।

Latest