Skip to content

খড়গপুর-মেদিনীপুর রেলস্টেশনে জোরদার নাকা তল্লাশি,সোশ্যাল মিডিয়া ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরকে স্টেশন চত্বরে ভিডিও অনুমতি প্রত্যাখ্যান!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশজুড়ে চরম সতর্কতা জারি হয়েছে। রাজধানীর ওই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-মেদিনীপুর রেলস্টেশনে মঙ্গলবার সকাল থেকেই কড়া তল্লাশি অভিযান শুরু করেছে আরপিএফ ও জিআরপি।এমন সময় কিছু সোশ্যাল মিডিয়া ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটরকে স্টেশন চত্বরে ভিডিও করতে দেখা যায়।

অভিযোগ, তল্লাশি চলাকালীন তারা ব্লগ ও শুটিং শুরু করলে রেলপুলিশ ক্ষুব্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের মোবাইল ফোন সাময়িকভাবে আটক করা হয় এবং স্পষ্ট নির্দেশ দেওয়া হয়—স্টেশন প্রাঙ্গণে কোনও অবস্থাতেই ব্লগিং বা ভিডিও করা যাবে না।রেল পুলিশের এক আধিকারিক জানান, “জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনও রকম ঝুঁকি নেওয়া সম্ভব নয়। প্রতি ঘণ্টায় নিয়মিত তল্লাশি চলছে। ব্লগার বা সাধারণ যাত্রী—কেউই এমন কিছু করবেন না যাতে তদন্ত বা নিরাপত্তা ব্যাহত হয়।”রেল পুলিশের কড়া বার্তা এখন স্পষ্ট “স্টেশন চত্বরে কোনও অবস্থায় ব্লক বা ভিডিও করা যাবে না। ব্লগার ও সাধারণ মানুষ কেউ করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আগাম অনুমতি ছাড়া স্টেশন চত্বরে এবং ট্রেনের ভিতরে কাউকে ভিডিয়োগ্রাফি বা ফটোগ্রাফি করতে দেওয়া হবে না ।

Latest