Skip to content

বুধবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন।১৯৫০ সালের ১৭ই সেপ্টেম্বর গুজরাটের মেহসানায় জন্মগ্রহণ করেছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে আজ তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। তাঁর ৭৫তম জন্মদিনকে ঘিরে সারা দেশজুড়ে ভারতীয় জনতা পার্টি ও সমর্থকদের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মেদিনীপুর শহরও এদিন সকাল থেকে সরগরম হয়ে ওঠে বিভিন্ন অনুষ্ঠান ও সমাজ সেবামূলক কার্যক্রমে। শহরের হোম যজ্ঞ,গীতা পাঠ ও তুলসী চারা বিতরণের মাধ্যমে জন্মদিন পালন করা হয়। শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানেই নয়, সমাজ সেবামূলক কর্মসূচিতেও গুরুত্ব দেওয়া হয় এই বিশেষ দিনে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত হয় দুস্থ রোগীদের জন্য বিশেষ সেবা কর্মসূচি।

রোগীদের হাতে তুলে দেওয়া হয় ফল ও প্রয়োজনীয় সামগ্রী। যুব সমাজকে সমাজ সেবার মাধ্যমে এগিয়ে আসার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অরূপ দাস, যুব মোর্চার নেতাও কর্মী সমর্থকরা। তাঁদের মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন শুধুমাত্র আনন্দ বা উদযাপনের দিন নয়, বরং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশেরও দিন। সেই বার্তা ছড়িয়েই মেদিনীপুরে পালিত হল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন।

Latest