Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ লাইনে পালিত হলো পুলিশ দিবস!

1 min read

নিজস্ব সংবাদদাতা: বছরভর সাধারণের জন্য ঠায় দাঁড়িয়ে তাঁরা। বিপদে, আপদে, পথে ঘাটে, পরিত্রাণ। আজ তাঁদের দিন। ১ সেপ্টেম্বর, পুলিশ দিবস। রাজ্যের নানা জায়গায় এদিন পালন করা হয় পুলিশ দিবস, আড়ম্বরের সঙ্গে। ১লা সেপ্টেম্বর সোমবার সকালে, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জেলার পুলিশ লাইনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো পুলিশ দিবস।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার শ্রী ধৃতিমান সরকার,জেলার সকল পুলিশ কর্মীদের তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং নিরলস সেবার জন্য অভিনন্দন জানিয়েছেন। জেলা পুলিশ এভাবে আগামী দিনগুলিতে নিষ্ঠার মাধ্যমে জনগণের সেবা এবং সুরক্ষায় নিবেদিত থাকার অঙ্গীকার করেছেন । এর সাথে, জেলার ১০ জন পুলিশ কর্মীকে তাদের বিশেষ কর্মক্ষমতার স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র প্রদান করা হয়।

Latest