পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর শহরের অবস্থিত শতাব্দী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়ীপুর বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীদের দ্বিতীয় পুনর্মিলন উৎসব স্মরণীয় হয়ে থাকলো সমাজসেবা মূলক কর্মসূচির জন্য। এদিনের অনুষ্ঠানে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন বিদ্যালয়ের প্রাক্তনী তথা মেদিনীপুর শহরের মীরবাজার এলাকার বাসিন্দা পুনম মাইতি দাস। প্রাক্তনীর অনুষ্ঠান চলাকালীন পুনম দেবী নিজের শখের ১৪ ইঞ্চি লম্বা চুল কেটে ফেলেন। পরে চুলটি গাইড লাইন মেনে কুরিয়ারের মাধ্যমে ক্যানসার রোগীদের চুল নিয়ে কাজ করা মুম্বাই-এর স্বেচ্ছাসেবী সংগঠন "মদত" ট্রাস্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়।যেসব ক্যানসারে রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যার তাদের পরচুলার জন্য চুলের প্রয়োজন হয়।পুনম জানান প্রাক্তনীর অনুষ্ঠানের দিনেই ক্যানসার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পেরে তিনি খুশি ও গর্বিত। আগাম দিনেও তিনি এভাবেই নিজের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে চান। পাশাপাশি তিনি অন্যদেরও একাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। পুনম মাইতি দাসের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সোনালী ভট্টাচার্য মন্ডল,প্রাক্তন প্রধান শিক্ষিকা রাধারানী খাঁড়া,বিদ্যালয়ের প্রাক্তনী পর্বতারোহী,শিক্ষিকা সুজাতা ভট্টাচার্য, 'শিক্ষারত্ন" শিক্ষিকা আত্রেয়ী দত্ত, প্রাক্তন শিক্ষা প্রশাসক রুবি চক্রবর্তী, প্রাক্তন শিক্ষিকা বন্দনা পাল, প্রাক্তন আইসিডিএস সুপার ভাইজার রীতা পাল সরকার , বিদ্যালয়ের সভাপতি মণীন্দ্র নাথ ভট্টাচার্য, প্রাক্তন শিক্ষিকা অনিতা মাল সহ অন্যান্যরা। উল্লেখ্য সুজাতা ভট্টাচার্য বেশ কয়েকবছর আগেই ক্যান্সার রোগীদের জন্য নিজের চুল দান করেছেন। পাশাপাশি এদিন অনুষ্ঠান উপলক্ষ্যে পঞ্চাশ জন দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এদিন সারাদিন আবৃত্তি,নৃত্য, সঙ্গীত, আলোচনা, স্মৃতিচারণ, আড্ডার মাধ্যমে দিনটি উদযাপন করেন উপস্থিত প্রাক্তনীরা।