নিজস্ব সংবাদদাতা : চেষ্টা-সাধনার অপর নাম সফলতা। যার অন্যতম উদাহরণ অল ইন্ডিয়া জেইই-তে ১৯১০ র্যাংক (এসসি) করা মালদার অভিজিৎ রায় ৷ এবার সে আইআইটি খড়গপুরে কাউন্সেলিংয়ে সুযোগ পেয়েছে ৷ মালাদার অভিজিৎ-এর লড়াই শুরু হয়েছিল ১৫ বছর আগে ৷ খড়গপুর আইআইটি-তে পড়ার সুযোগ আজ যেন তাঁর সমস্ত কষ্ট মুছে দিয়েছে ৷ মালদার ইংরেজবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গ্রিনপার্ক এলাকার বাসিন্দা অভিজিৎ ৷ বাবা মদন রায় ১৫ বছর আগে পরিবারকে ছেড়ে চলে গিয়েছেন ৷ ছোট বোনের জন্ম দেওয়ার পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মা ৷ দাদু রতন হালদার টোটো চালিয়ে নাতি-নাতনিকে বড় করার দায়িত্ব নিয়েছেন ৷ মালদা টাউন হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিকের পর অল ইন্ডিয়া জেইই-র প্রস্তুতি শুরু করেছিলেন অভিজিৎ৷তাঁর রোজগারের পরিবারে নুন আনতে পান্তা ফুরনোর মতো অবস্থা। দাদুর কাছে থেকে ছোটবেলা থেকেই পড়াশোনায় মনযোগী হয় ওঠে সে। মা-দাদুর দুর্দশা কাটাতে অনেক বড় হওয়ার স্বপ্ন তাঁর চোখে। মনের জেদ আর অধ্যাবসায়ের উপর ভর করেই ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় দারুণ সাফল্য আনল অভিজিৎ। এবার দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান খড়্গপুর আইআইটিতে পড়ার সুযোগ পেতে চলেছনে তিনি।