নিজস্ব সংবাদদাতা : আগামী ৩০ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় এই পরিস্থিতি বজায় থাকবে। তবে শুধু পূর্ব ভারতের এই দুই রাজ্যই নয়, দেশের অন্য রাজ্যগুলিতেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। গোটা পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম ভারতের একাংশ যখন গরমে পুড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের তীব্র তাপপ্রবাহ হতে পারে।অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং বাঁকুড়া এই সাত জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু-বইবার সম্ভাবনা।