ঢাকা, জাকির হোসেন: প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার প্রায় সাড়ে তিন মাস অতিক্রান্ত। এরপরে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারও। কিন্তু মাঝে হাসিনার পুত্র জয় দাবি করেছিলেন, তাঁর মা দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি। এরই মধ্যে এক বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন । তাঁর দাবি, হাসিনার পদত্যাগের প্রমাণ হিসেবে কোনও নথিপত্র তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এই মন্তব্যে হাসিনার পদত্যাগ নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সংবিধানের ৫৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিতে হয়। যে মুহূর্তে ইস্তফা দেবেন, তখন থেকেই প্রধানমন্ত্রীর দফতর ফাঁকা হবে। সম্প্রতি ওই সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রপতি জানিয়েছেন, ৫ অগস্ট সকাল সাড়ে ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বঙ্গভবনে (রাষ্ট্রপতির বাসভবন) ফোন এসেছিল। তখন বলা হয়েছিল, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা বঙ্গভবনে আসবেন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল বঙ্গভবনে। কিন্তু এক ঘণ্টার মধ্যেই আবার ফোন এসেছিল। দ্বিতীয় ফোনে জানানো হয়েছিল, হাসিনা আর বঙ্গভবনে যাচ্ছেন না। যদিও রাষ্ট্রপতি শাহবুদ্দিনের কথায়, “এই বিষয়টি নিয়ে বিতর্কের কিছু নেই। প্রধানমন্ত্রী চলে গিয়েছিলেন, এটাই সত্য। যাতে এই বিষয়ে কখনও কোনও প্রশ্ন না ওঠে, সে জন্য সুপ্রিম কোর্টের মতামতও নেওয়া হয়েছে।” প্রসঙ্গত, গত ৮ অগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত দিয়েছিল। জানানো হয়েছিল, সাংবিধানিক শূন্যতা দূর করতে এই পদক্ষেপ করা যেতে পারে। কিন্তু তখনও রাষ্ট্রপতি ওই সচিবকে কোনও নথি দিতে পারেননি। সেই সময় রাষ্ট্রপতিও জানিয়েছিলেন, তিনিও খুঁজছেন।