Skip to content

কলকাতা-লন্ডন সপ্তাহে দু'দিন সরাসরি বিমানের পরিকল্পনা করছে ব্রিটিশ এয়ারওয়েজ!

নিজস্ব প্রতিবেদন :  কলকাতা থেকে সরাসরি লন্ডনের বিমান পরিষেবার পক্ষে জোর সওয়াল করছেন মুখ্যমন্ত্রী। সোমবার লন্ডনের ভারতীয় হাই কমিশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “লন্ডন থেকে বাংলা বেশি দূরে নয়। কিন্তু একটা সরাসরি বিমান চাই।”মুখ্যমন্ত্রীর মতে, কলকাতা ও লন্ডনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ৷ ব্যবসা-বাণিজ্য থেকে সংস্কৃতি—বহু ক্ষেত্রেই দুই শহরের মধ্যে নিবিড় সংযোগ। সেই সংযোগ আরও মজবুত করতে এবং বাণিজ্যের প্রসার ঘটাতে সরাসরি কলকাতা-লন্ডন বিমান পরিষেবা পুনরায় চালু করার আহ্বান জানান তিনি।

লন্ডনে ভারতীয় দূতাবাসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, "লন্ডনের থেকে বাংলা খুব একটা দূরে নয় ৷ কিন্তু সরাসরি বিমান নেই বলে আমাদের অনেক ঘুরপথে আসতে হয় ৷ মাত্র ৮ ঘণ্টার পথ, অথচ আমার ১৮ ঘণ্টা সময় লেগেছে এখানে পৌঁছতে।" তিনি ব্রিটেনের প্রতিনিধিদের অনুরোধ করেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। তাঁর বক্তব্য, আগে ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে সরাসরি লন্ডন উড়ান চালাত। বর্তমানে সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে । এই উড়ান পুনরায় চালু হলে শুধু যাত্রী নয়, বিনিয়োগ ও বাণিজ্যেও নতুন দিগন্ত খুলে যাবে।

 মুখ্যমন্ত্রী বলেন,আগে ব্রিটিশ এয়ারওয়েজ়ের উড়ান কলকাতা থেকে লন্ডনে আসত। কিন্তু আমরা ক্ষমতায় আসার আগেই তা সরিয়ে নেওয়া হয়। কেন এই সিদ্ধান্ত, তা আমি জানি না। তবে এখন সমস্ত উড়ানের আসন ভর্তি থাকে। আমাদের সরকার জ্বালানিতেও কিছু ছাড় দিচ্ছে। ফলে এয়ারলাইন্সের ব্যবসা ঊর্ধ্বমুখীই হবে।’ উড়ান প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী আরও বলেন, যাঁরা প্রথমে আসবে, আমরা তাঁদের আগে জ্বালানিতে কর ছাড় সংক্রান্ত সুবিধা দেব।

Latest