নিজস্ব সংবাদদাতা : এবার সোজা পৌঁছে গেলেন দিদি নম্বর ১-এর মঞ্চে আমেরিকার ক্যালিফোর্নিয়ার 'প্রবাসে ঘরকন্না' মেদিনীপুরের মেয়ে মহুয়া।
‘নমস্কার কেমন আছেন সব্বাই। প্রবাসে ঘরকন্যার আরেকটি ভ্লগে আপনাকে স্বাগত জানাই..’, মহুয়াদির মিষ্টি কন্ঠে এই কথা না শুনলে দিন কাটে না অনেকের। আমেরিকার ক্য়ালিফোর্নিয়ায় সংসার মেদিনীপুরের এই কন্যের। স্বামী-সন্তানদের নিয়ে বিদেশ-বিভুঁইতে কেমন করে দিনযাপন করেন তিনি সেই রোজনামচা ফেসবুক-ইউটিউবে তুলে ধরেই ভাইরাল তিনি। কেবল তাঁর আমেরিকার ক্যালিফোর্নিয়ার সংসারের রোজনামচাকে ভ্লগ আকারে তিনি শেয়ার করে শুরু করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখান থেকেই তাঁর খ্যাতি এখন ছড়িয়েছে বিদেশ থেকে দেশেও। ইউটিউবে মহুয়াদির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৮ লক্ষ ছুঁইছুঁই। ফেসবুকে তাঁর ফলোয়ার সংখ্যা ১৩ লক্ষাধিক। তবে সুস্থ কন্টেন্ট তৈরি করেও ভাইরাল হওয়া সম্ভব, সেকথা প্রমাণ করে দিয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার 'প্রবাসে ঘরকন্না' মেদিনীপুরের মেয়ে মহুয়াদি।