Skip to content

প্রয়াত হলেন প্রব্রাজিকা বেদবদী!

1 min read

 নিজস্ব সংবাদদাতা :  প্রয়াত হলেন মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-২ নং পঞ্চায়েতের অন্তর্গত গোপীনাথপুর গ্রামে অবস্থিত সারদা আশ্রমের প্রধান প্রব্রাজিকা বেদবতী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আশ্রমের প্রব্রাজিকা সুলভা জানান,রবিবার সকাল বাথরুমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন বেদবতী।তাঁর মাথায় আঘাত লাগে। তাঁকে দ্রুত মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। সোমবার ভোর আড়াইটা নাগাদ তিনি প্রয়াত হন। সকালে এই খবর ছড়িয়ে পড়লে আশ্রমে ভীড় জমান আশ্রমের শুভানুধ্যায়ীরা ও ভক্তরা। এদিন দুপুরে আশ্রম প্রাঙ্গণেই বেদবতীর শেষকৃত্য সম্পন্ন হয়।

Latest