বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা : আন্ডারপাসের দাবিকে নিয়ে বিষ্ণুপুর স্টেশনের স্থানীয় লোকজন বিষ্ণুপুর স্টেশনের ১ নং প্লাটফর্ম-এর কাছে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। মূলত আন্ডারপাসের কাজ শুরু হলেও জানা যায় রেল ওভার ব্রিজ তৈরি হওয়ায় বন্ধ রয়েছে আন্ডারপাসের কাজ। সেই নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন আন্দলোনকারীরা। ব্যাপারটি জানাজানি হলে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিক্ষোভকারী স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলতে যান। তারপরই সাংসদ সৌমিত্রকে ক্ষোভ উগরে দেন স্থানীয় লোকজনেরা।বিক্ষোভকারীদের দাবি আদায়ের আওয়াজে মাইক বন্ধ রাখতে বাধ্য হন সাংসদ। বলেন, তাহলে আপনারা কথা বলুন…আরে আমার কথা শুনবেন তো নাকি…’শেষে মাইক হাত থেকে নামিয়ে রাখেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আন্দলোনকারীদের উদ্দেশ্যে সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “আমাকে ২০ জন লোক ঘিরে ভয় দেখাবেন না। আমি এই সমস্যা সমাধানের জন্য এসেছি। আণ্ডারপাস যাতে দ্রুত তৈরি হয় সেই চেষ্টা করব।”