পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদাতা: গত ১৯ শে ডিসেম্বর পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের জগন্নাথপুরের এক গৃহস্থ বিদ্যুৎ গ্রাহক তথা বিদ্যুৎ গ্রাহক সমিতির মাইশোরা অঞ্চল কমিটির সদস্য জয়দেব বেরার বাড়িতে স্মার্ট মিটার লাগানোতে বাধা দেওয়ার রাগে প্রতিশোধ নিতে বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার জোরপূর্বক ওর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্মার্ট মিটার লাগায়। এরপর পরিকল্পিতভাবে চুরির অজুহাতে ৬১,৪৮৪ টাকার একটি বিল পাঠানো হচ্ছে বলে গ্রাহককে হুমকি দেওয়া হয়। ওই ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)'র পাঁশকুড়া জোনাল কমিটির পক্ষ থেকে আজ বিদ্যুৎ দপ্তরের পাঁশকুড়া অফিসে বিক্ষোভ-ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন অভিযুক্ত গ্রাহক জয়দেব বেরা,অ্যাবেকার রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শংকর মালাকার প্রমূখ। ডেপুটেশনের সময় পাঁশকুড়ার স্টেশন ম্যানেজার ছাড়াও উপস্থিত ছিলেন তমলুকের ডিভিশনাল ম্যানেজার। ডেপুটেশন কর্মসূচি থেকে দাবী তোলা হয়,স্টেশন ম্যানেজারের ওই প্রতিশোধমূলক পদক্ষেপ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গ্রাহকদের স্মার্টলি টাকা লুট করার যন্ত্র "স্মার্ট মিটার" কোনোভাবেই জোরপূর্বক লাগানো চলবে না। নারায়ণ চন্দ্র নায়ক বলেন, প্রতিহিংসাপরায়ণ হয়ে পাঁশকুড়া কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার জয়দেব বেরার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।
ডেপুটেশন শেষে আধিকারিকবৃন্দ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।