Skip to content

বেআইনিভাবে পাশ করা বিল্ডিং প্ল্যান বাতিল ঘোষণা প্রতিবাদে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আম্রুত প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে পানীয় জল সরবরাহ নিশ্চিত করা, পানীয় জল দিতে ব্যর্থ হওয়া সত্ত্বেও নিজস্ব পানীয় জলের ব্যবস্থা করলে বেআইনিভাবে অর্থ আদায় বন্ধ করা, মিউটেশন ফি-র নামে শহরবাসীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করা, অবৈধ বিল্ডিং প্ল্যান পাশ বন্ধ করা এবং ইতিমধ্যেই বেআইনিভাবে পাশ করা বিল্ডিং প্ল্যান বাতিল ঘোষণা করা—সহ মোট ৯ দফা দাবিতে বৃহস্পতিবার ২৯শে জানুয়ারী মেদিনীপুর পৌরসভায় তীব্র বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস।এদিন বিক্ষোভ কর্মসূচির আগে জেলা কংগ্রেস কার্যালয় থেকে একটি মিছিল বের হয়।

মিছিলটি মেদিনীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মেদিনীপুর পৌরসভার সামনে এসে পৌঁছায়। এরপর পৌরসভার গেটের সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান কংগ্রেস ও যুব কংগ্রেসের নেতা-কর্মীরা। পৌরসভা কে একটি ডেকোরেশন জমা দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি দেবাশীষ ঘোষ, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক বৈদ্য, অনিল শিকারি, মেদিনীপুর পৌরসভার কংগ্রেস কাউন্সিলার মহম্মদ সাইফুল সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

Latest