পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালীর উপর অত্যাচার বন্ধের দাবিতে ও সেনাবাহিনীদের দিয়ে মঞ্চ খোলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহর জুড়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করলো মেদিনীপুর শহর তৃণমূল এবং মহিলা তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকরা। ২রা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের রিং রোড পরিক্রমা করে। মিছিল থেকে দাবি তোলা হয়, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী এবং বাঙালীদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি কোলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ডাকা বাংলা ভাষী ও বাঙালির উপর অত্যাচারের প্রতিবাদ মঞ্চ সেনাবাহিনী দিয়ে খুলে ফেলার তীব্র ধিক্কার জানানো হয় এদিনের প্রতিবাদ মিছিল থেকে।