পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আর জি করের তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে সমাজের সব শ্রেণির মানুষ। আর জি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার শহর ছাড়িয়ে মফস্বল, এমনকি গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। এবার এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে কালেক্টটরেট মোড় জেলাশাসক অফিসের বাইরে অবরোধ করে বিক্ষোভ দেখালো মেদিনীপুরের ছাত্র-ছাত্রী ও নাগরিকবৃন্দ সংগঠন। তার আগে একটি প্রতিবাদ মিছিলও করা হয় সংগঠনের পক্ষ থেকে। বুধবার সন্ধ্যায় কালেক্টরেট মোড়ের সামনে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলা হয় সংগঠনের পক্ষ থেকে।