Skip to content

প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে ইতিহাস গড়েছেন অলিম্পিকের মঞ্চে!

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের অলিম্পিক্সে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে কোনও পদক পেলেন। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তৃতীয় স্থানে শেষ করেন ভারতীয় তারকা। প্রবল চাপের মুখে দারুণ পারফরম্যান্স করলেও শেষপর্যন্ত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। অল্পের জন্য রুপো হাতছাড়া হয়ে যায়। ২১ তম শটের শেষে ০.১ পয়েন্টে এগিয়ে দু'নম্বরে ছিলেন মনু। ২২ তম শটে ১০.৩ স্কোর করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্যুটার ১০.৫ স্কোর করে মনুকে টপকে যান। ফলে ব্রোঞ্জ পান মনু। যিনি অলিম্পিক্সের শ্যুটিংয়ে ভারতের ১২ বছরের পদক খরা কাটালেন। ২০১২ সালের ৩ অগস্ট বিজয় কুমারের পরে ২০২৪ সালের ২৮ জুলাই পদক জিতলেন মনু।১২ বছরের খরা কাটিয়ে অলিম্পিক থেকে আবার ভারতে এল পদক। 

Latest